শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা। গণতন্ত্র প্রতিষ্ঠায়, তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, মতপ্রকাশের অধিকার ফিরিয়ে দেন। আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলকে কার্যক্রম পরিচালনার স্বাধীনতা প্রদান করেন। তার দেশপ্রেম ও আদর্শ আমাদের অনুপ্রেরণা। গতকাল রোববার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন * আলোকিত বাংলাদেশ