কুষ্টিয়ায় সড়কে ক্ষতিগ্রস্ত পরিবারে চেক হস্তান্তর

প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ৭৭ লাখ টাকার চেক বিতরণ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ। গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। চেক বিতরণের আগে জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আসলে কোনো ক্ষতিপূরণ হয় না।

তারপরও আমরা চেয়েছি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও ক্ষতিপূরণ হোক। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ১৭ জনকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদেরও আবেদনের আহ্বান জানান ডিসি। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেয়া হয়েছে।