সিরাজগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ১২ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামে নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু সাব্বির হোসেনের (৭) মৃত্যু হয়েছে।

সে ওই গ্রামের আব্দুল মমিনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুল মমিন স্ত্রী সন্তান নিয়ে ঈদ আনন্দ করতে একই এলাকার শ্রীকোলা শ্বশুর বাড়ি আসেন। গতকাল বুধবার দুপুরের দিকে সাব্বির নানীর সঙ্গে বিল সূর্য নদীতে গোসল করতে যায়। এ সময় ওই শিশু নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পায়নি এবং বিকেলের দিকে ওই নদীর ভাটি এলাকায় তার লাশ ভেসে ওঠে।