বগুড়ায় বাবা-ছেলে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

প্রকাশ : ১২ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

ঈদের দিন সকালে বগুড়ায় নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনায় বাসচালক জসিম উদ্দিন ওরফে নানাকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গত মঙ্গলবার রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সিরাজগঞ্জ থেকে বাসটি জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ জুন সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় নিহত হন মো. চাঁন মিয়া (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে মো. আবদুল্লাহ। ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। চাঁন মিয়া নিজেও পেশায় একজন বাসচালক ছিলেন। তিনি দীর্ঘদিন নাবিল পরিবহনে চাকরি করেছেন এবং দক্ষ শ্রমিক সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই রাজা মিয়া শাজাহানপুর থানায় একটি মামলা করেন।