তাড়াইলে অসহনীয় গরমে বেড়েছে তালশাঁস বিক্রি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তালশাঁস বিক্রির ধুম পড়েছে। তীব্র গরমে তালের শাঁসে থাকা জলীয় অংশ শরীরে পানির চাহিদা পূরণ করছে বলে জানান ক্রেতারা। গতকাল শুক্রবার সরজমিনে উপজেলার বিভিন্ন বাজার ও বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, সুস্বাদু এই ফলটি বিক্রেতারা ধারালো দা দিয়ে তাল কেটে তালেরশাঁস বের করছে আর ক্রেতারাও অনেক আগ্রহ নিয়ে এই ফলেরশাঁস ক্রয় করছেন। তালেরশাঁস কেনা স্কুলছাত্র রফিকুল ইসলাম বলেন, তাল যখন কাঁচা থাকে, তখনও খাওয়া যায়, তখন বাজারে এটি পানি-তাল হিসেবেই বিক্রি হয়। উপজেলার সদর বাজারে তালশাঁস বিক্রেতা আবু রায়হান জানান, প্রতিটি তালের ভেতরে ৩ থেকে ৪টি শ্বাস থাকে, প্রতিটি তাল গড়ে ১০ থেকে ১৫ টাকা বেচাকেনা হয়। প্রতিটি তালের পাইকারি দাম ৪ থেকে ৫ টাকা। গরম পড়লে তালের শ্বাস অনেক ভালো বিক্রি হয়। প্রতি বছর আমি এই মৌসুমে তালের শ্বাস বিক্রি করে থাকি। তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাস রাজীব বলেন, তালেরশাঁস শরীরের জন্য খুবই উপকারী। গরমে তালেরশাঁস পানি শূন্যতা দুর করে এবং এতে ক্যালসিয়াম, ভিটামিন সি, এ, বিকমপ্লেক্সসহ নানা ধরনের ভিটামিন রয়েছে।