কামারখন্দে নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ববাজার রেললাইন এলাকা থেকে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, গতকাল বুধবার সকালে একজন কৃষক ওই এলাকায় কাজ করতে গিয়ে শপিং ব্যাগে মোড়ানো নবজাতকের অর্ধগলিত লাশ দেখতে পায়। পুলিশ দুপুরে ঘটনা¯’লে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।