উখিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশ : ২০ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বর্তমান গভর্নিং বডির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম এর সভাপতিত্বে ও অধ্যাপক ছৈয়দ আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ বাদশাহ মিয়া চৌধুরী, অভিভাবক প্রতিনিধি জি.এম. ইদ্রিস, অধ্যাপক তৌহিদুল আলম এবং পরিক্ষার্থী জুবাইদা আক্তার।