রংপুরে দুই মাদক কারবারি আটক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
র্যাব-১৩’র অভিযানে রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক হয়েছে। গতকাল শনিবার র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩’র একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় গত শুক্রবার রাত ১১টায় অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশী করে ২০ কেজি গাঁজা পাওয়া যায়।
পরে মাইক্রোবাসটি জব্দসহ দুই মাদক কারবারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কইটারী এলাকার সামসুল হকের ছেলে কাসেম আলী ও আবদার আলীর ছেলে আহেদুল রহমানকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।