আদমদীঘিতে মাদককারবারি আটক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘির সান্তাহারে ৪০ লিটার চোলাই মদসহ রুবিনা খাতুন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত রোববার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। রুবিনা খাতুন উপজেলার সান্তাহার সাহেব পাড়ার শামছুল মন্ডল ওরফে চাঁনের স্ত্রী। পুলিশ জানায়, সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রুবিনা খাতুনের বসত বাড়িতে অভিযান চালান। এসময় তার শয়ন ঘরের চৌকির নিচ থেকে ৪০ লিটার চোরাই মদ উদ্ধারসহ রুবিনা খাতুনকে আটক করা হয়।