সুনামগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার সুনামগঞ্জ শহরের স্টেশন রোডে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় ভোক্তা অধিকারকে সহযোগিতা করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমনসহ সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সুনামগঞ্জ শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে এবং পণ্যের গায়ে মূল?্য ও আমদানি কারকের সীল না থাকায় দাস ব্রাদার্সকে ৫ হাজার টাকা এবং সৌখিন ইলেকট্রনিক এন্ড জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।