শ্রীনগরে কিশোর রবিউল হত্যায় জড়িতদের ফাঁসি দাবি

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের উত্তর নলটেক, ঝাহানাবাদ এলাকায় কিশোর অটোচালক রবিউল ইসলামকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল এলাকাবাসীর আয়োজনে উত্তর নলটেক, তিনহালট বাজারে এই কর্মসূচি হয়। মানববন্ধনে রবিউলের মা, বোন, ভাইসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবীরা। উল্লেখ্য, ২১ জুন সন্ধ্যায় উত্তর নলটেক এলাকার মাঠে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ।