ঈশ্বরগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি গঠন

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মোজাম্মেল হককে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দিয়ে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলার ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মতিউর রহমান মতিন, সাবেক অধ্যক্ষ কায়কোবাদ আব্দুল আহাদ, অধ্যাপক জহিরুল ইসলাম, আকাশ মিয়া, মোহাইমিনুল ইসলাম শিহাব এবং মেহেদী হাসান মুবিন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।