হেরোইনসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মামুন দুলাল (৩৪) ও সুমন কর্মকার (৩৫)। র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদেরভিত্তিতে গত শনিবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ২২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।