সাঘাটায় কৃষক পার্টনার কংগ্রেস

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩০ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছর প্রোগ্রাম এন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রেনাস ফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপ্ররনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপপরিচালক কৃষি অধিদপ্তরের কৃষিবিদ খোরশেদ আলম, জেলা প্রশিক্ষণ অফিসার সৈয়দা সিফাত জাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান প্রমুখ।