জাল টাকাসহ দুই ব্যক্তি আটক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের কাছ থেকে প্রায় দশ হাজার জাল টাকা জব্দ করেছে পুলিশ। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রংপুর কোতয়ালি থানার জুম্মাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আবির (২২) এবং বগুড়া কাহালু উপজেলার আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ ৩৩। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সন্ধ্যার একটু পরে উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের দেশমা বাজারের একটি মুদির দোকানে বেশ কিছু পণ্য ক্রয় করেন তারা। তাদের ব্যবহৃত টাকাগুলো সন্দেহ হলে ওই হাট ইজারাদারের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।