মিরসরাইয়ে মেলখুম ট্রেইল থেকে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। উপজেলার সোনাপাহাড় এলাকায় মেলখুম ট্রেইলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২১) ও ঢাকার যাত্রাবাড়ী এলাকার ইব্রাহিম হৃদয় (২২)। নিহতরা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন, মো. মিরাজ, রায়হান ও ফাহিম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত ফাহিম জানান, গত মঙ্গলবার সকালে ফেনী থেকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যাই। বিকালের দিকে ভারী বৃষ্টিপাতের ফলে ট্রেইলে পানি বেড়ে যায়। এসময় আমাদের সঙ্গে থাকা আরফান গালিব ও ইব্রাহিম হৃদয় স্রোতে তলিয়ে যায়। আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে পাহাড়ি এলাকায় সারারাত কাটাই। পরে গতকাল বুধবার সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনকে স্থানীয়রা নিয়ে আসে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে গত বুধবার দুপুর আড়াইটায় গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের লাশ উদ্ধার করি। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় অবস্থিত এই ট্রেইল অত্যন্ত বিপদজনক। গহিন পাহাড়ের ভিতর দিয়ে সরু পিচ্ছিল পথ, গভীর খাদের ঝিরি, অন্ধকারাচ্ছন্ন, বিপদজনক সুউচ্চ পাহাড়ের কঠিন পথ পাড়ি দিয়ে মেলখুমে যেতে হয়। এ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকররা এসব ঝুঁকি মাড়িয়ে ওই এলাকায় গিয়ে প্রতিনিয়তই পড়েন বিপদে। এর আগে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব কারণে ২০২৩ সালের ১৫ আনুষ্ঠানিকভাবে মেলখুম ট্রেইলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে মিরসরাই রেঞ্জ বন বিভাগের কর্মকর্তারা। তবুও দূর দূরান্ত থেকে কিশোর তরুণ পর্যটকরা এই ট্রেইলের সৌন্দর্য উপভোগ করতে এসে শিকার হন দুর্ঘটনার।