কটিয়াদীতে ছাতা কারিগরদের কদর বেড়েছে

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জে কটিয়াদীতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে ছাতা মেরামতের কারিগরদের কদর বেড়েছে। বৃষ্টির জন্য মানুষ স্বাভাবিক কাজ করতে বিড়ম্বনায় পড়তে হয়। শিক্ষার্থীদের স্কুল কলেজ ও কোচিং এ যেতেও বৃষ্টির মধ্যে ছাতার প্রয়োজন হচ্ছে। যাদের ছাতা নষ্ট হয়ে আছে তারাই নিয়ে আসছেন কারিগরদের কাছে। বৃষ্টি কিংবা রোধে উভয় সময়েই প্রয়োজন হয় ছাতার। এজন্য ছাতার কারিগররাও পথের ধারে বসেন পসরা সাজিয়ে। কটিয়াদী বাজারে সাপ্তাহিক হাটবার গতকাল বৃহস্পতিবার বাজারে দেখা যায়, পুরাতন কিংবা ছেঁড়া ছাতা মেরামতের জন্য নিয়ে আসছেন কারিগরদের কাছে।