হাজীগঞ্জে এসএসসির ফলাফল পর্যালোচনা

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত গত বুধবার পরিষদ হলরুমে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে আলোচনা সভায় সভাপতিত্ব করেননির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একে জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজর অধ্যক্ষ আবু ছাইদ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান, নওহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামসুদ্দিন প্রমুখ।