জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সারা দেশে প্রতীকী ম্যারাথন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দেশব্যাপী প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন এর আয়োজন করে।
বাগেরহাটে : উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাগেরহাটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শহিদদের স্মরণে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই আয়োজন করে। গতকাল বেলা ১১টার দিকে বাগেরহাট দড়াটানা সেতু টোল প্লাজায় এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। ম্যারাথনে অংশগ্রহণকারীরা শহররক্ষা বাঁধ দিয়ে দৌড়ে শহিদ মিনারের সামনে দিয়ে স্বাধীনতা উদ্যানে আসেন। পরে স্বাধীনতা উদ্যানে প্রথম থেকে দশমস্থান অর্জনকারীদের মাঝে মেডেল ও পুরুস্কার বিতরণ করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা এসএম সাদ্দাম হোসেনসহ শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন ।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৭টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা-উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন উজ্জামান, এনডিসি জাহিদ হাসান, জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা, আহত যোদ্ধা, শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ : প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। গতকাল সকালে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে ম্যারাথন শুরু হয় এবং এ ম্যারাথন ৩ নম্বর ক্রসবাধের চরমালসাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ফারুক হোসেন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ম্যারাথন উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এ ম্যারাথন পরিচালনা করেন।
মৌলভীবাজার : প্রতীকী উদ্বোধন করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বুলবুল আহমেদ। গতকাল সকাল সাতটায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রতীকী ম্যারাথনটি শুরু হয়ে শহরের বনবীথি, পানি উন্নয়ন বোর্ড এলাকা, কলেজ গেইট, কোর্ট এলাকা, সার্কিট হাউস, প্রেসক্লাব মোড় হয়ে পৌরসভা উন্মুক্ত মঞ্চ পর্যন্ত ছিল পাঁচ কিলোমিটার ম্যারাথনের পথ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, এএসপি শাকিল।
ম্যারাথনে জুলাই যুদ্ধা, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন বয়সি নারী-পুরুষ ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন। ম্যারাথনে প্রায় পাঁচ শতাধিকের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, জুলাই-আগস্ট আন্দোলনের যোদ্ধাদের অবদান স্মরণে এ আয়োজন। এতে যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মকে আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যারাথনের আয়োজক মৌলভীবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে এ আয়োজন করা হয়।
কুড়িগ্রাম : জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় জুলাই যোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
জয়পুরহাট : জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এর কার্যালয় থেকে শুরু হয়ে বটতলী ব্রিজে গিয়ে শেষ হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
