সাপাহারে আম উৎসব

নওগাঁয় দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী আম উৎসব। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, সাপাহার আল হেলাল ইসলামী অ্যাকাডেমির অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ও আমচাষি রফিকুল ইসলাম, তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, আম উৎপাদন ও রপ্তানি সহজিকরণ করতে মেলার আয়োজন করা হয়। যা থেকে আম চাষি ও উদ্যোক্তা বিভিন্ন বিষয়ে ধারণা পাবে। নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং স্থানীয় আমচাষিরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এছাড়াও আম বাজার গড়ে উঠায় স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি আম সংরক্ষণে সুবিধার জন্য একটি হিমাগার তৈরি করার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।