চাঁদপুরে জাসাসের মানববন্ধন
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমেরর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক রোটা. কাজী মাইনুল হক জীবনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোবারক হোসেন সিকদার ও যুগ্ম আহ্বায়ক রোটা. মাকসুদুর রহমানের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা জাসাসের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতন, পৌর জাসাসের আহ্বায়ক শাওন পাটওয়ারী, সদস্য সচিব সিয়াম খানসহ জেলা, পৌর জাসাসের বিভিন্ন ইউনিটের নেতারা।
