‘বিএনপি সংখ্যালঘুদের উন্নয়নে কাজ করে’

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী) প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতন করা হয়নি। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক কিছু করেছে বিএনপি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন আওয়ামী লীগ বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তার মধ্যে একটি হলো সংখ্যালঘু নির্যাতন।

গতকাল রোববার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি একটি বড় দল। এই দলে কোনো গ্রুপিং ও দ্বন্দ্ব আমি দেখছি না। তবে ভারতের এজেন্ট ও আওয়ামী লীগের কিছু লোকজন বিএনপিতে প্রবেশ করে গ্রুপিং সৃষ্টি করছে।

এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক দপ্তর সম্পাদক মো. কাইফুর রহমান জাকির, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোখলেছ প্রমুখ।