জুলাই শহিদদের স্মরণে বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল রোববার এ কর্মসূচি পালন করা হয়।
সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা কৃষক দলের আয়োজনে গতকাল সকালে শহরের নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহরের প্রাণ সায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, সদর থানার আহ্বায়ক আনারুল ইসলাম,তালা উপজেলার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, দেবহাটা উপজেলার আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর থানার সদস্য সচিব ছাইলু রহমান বিশ্বাস প্রমুখ।
নরসিংদী : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আজকে তারা নন ইস্যুকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তারা বিএনপির বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ শ্লোগান, বক্তব্য দিয়েছে। যেটা আমাদের রক্ত গরম করেছে। আমরা অনেক ধৈর্য, সহিংসতার পরিচয় দিয়েছি। তারা গাঁয়ে পা দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চায়।
পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনার জন্য, রাজনীতিতে পুনর্বাসনের জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোন অবস্থাতেই পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না। রোববার দুপুরে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের সামনে জেলা কৃষকদলের উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, কৃষক দলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েলসহ প্রমুখ। পরে নেতৃবৃন্দ আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
ঝিনাইদহ : জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী, যুগ্ম আহ্বায়ক, শামসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, আব্দুর রশিদ মোহনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেসময় বক্তারা বলেন, ‘শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কৃষকদল এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে। অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে চক্ষু হাসপাতাল চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
নওগাঁ : কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, কিছু তথাকথিত শিশু উপদেষ্টারা সরকারের তত্ত্বাবধানে কথা বলতে বলতে আমাদের জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে কটূক্তি করেছে। দেশ নায়ক তারেক রহমানকে নিয়েও কটূক্তি করা হয়েছে। রাজনীতিকে কলঙ্কিত করবেন না। শিষ্টাচারবহির্ভূত বাক্য চয়ন করা থেকে বিরত থাকুন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনীতিকে আপনারা অনেক কলঙ্কিত করেছেন আর কলঙ্কিত করবেন না।
নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে সবুজ বিপ্লব স্মৃতি অম্লান’ এই স্লোগানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জেলা কৃষকদল ও আমরা বিএনপির পরিবারের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কৃষকদলের এই নেতা আরও বলেন, শেখ হাসিনা ১৭ বছর তার বাবাকে বিক্রি করেছে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিক্রি করেছে, চেতনাকে বিক্রি করেছে। ঠিক তেমনি কিছু দল ও শিশু উপদেষ্টারা জুলাইকে বিক্রি করে ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই বিএনপি, তারেক রহমানকে নিয়ে কোন ধরনের অপচেষ্টা লিপ্ত হলে আমরা কঠোরভাবে জবাব দেব। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, জেলাসহ জেলার কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে এসে শেষ হয়।
