সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে চার গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গত শনিবার সদর উপজেলার চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ২৪পিস ঢেউটিন, নগদ ৩ হাজার টাকা ও ৫০ কেজি করে চাল। এ ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বলেন, ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসন করতে সরকারের সহযোগীতা থাকবে। এজন্য তাদেরকে ধৈর্য ধরার আহবান জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ, রতনকান্দি ইউপির সচিব জুবায়ের ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার দুপুরে ওই উপজেলার রতনকান্দি ও ছোনগাছা ইউনিয়নের ইটালি, বাহুকা, চিলগাছা ও চরচিলগাছা গ্রামের ওপর দিয়ে বয়ে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে ২৪ পরিবার একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবার কয়েক বছর আগে উল্লেখিত ওই ৪ গ্রামের বিভিন্ন স্থানে বসবাস করছিল। কিন্ত ওইদিন আকস্মিক ঘূর্ণিঝড়ে তারা বাড়িঘরসহ সব হারিয়েছে। এছাড়া এসব গ্রামের অনেক পরিবারের ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে এবং ওইদিন বিকালে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
