কাপাসিয়ায় বিদ্যালয়ের দপ্তরিকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছুরিকাঘাতে আরিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আরিফ হোসেন উপজেলার কীর্তুনিয়া গ্রামের মালেক ভুঁইয়ার ছেলে। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। অভিযুক্ত আসাদুল্লাহ একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দফতরি আরিফ হোসেন স্কুল গেটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এসময় হঠাৎ পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজি চালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা হবে।
