মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএ হামিদ এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রাজ্জাক শেখ শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি রাজ্জাক শেখ সরিষার ফুল দেওয়ার কথা বলে শিশুটিকে ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরদিন, ১৬ জানুয়ারি শিশুটির বাবা রাজ্জাক শেখের বিরুদ্ধে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবির এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
