চুয়াডাঙ্গায় চায়না দুয়ারী জাল জব্দ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ চায়না দুয়ারী জাল জব্দ করেছে বিশেষ টাস্কফোর্স। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চলে। দুপুরে চুয়াডাঙ্গা ৬ ব্যাটেলিয়ানের সহকারী উপ-পরিচালক হায়দার আলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ৬ ব্যাটলিয়নের উপ-সহকারী পরিচালক হোয়দার আলীর নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাশফিকুর রহমান, দামুড়হুদা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ফারুক মহলদার এবং দামুড়হুদা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়। চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক হায়দার আলী জানান, এলাকায় অস্ত্র উদ্ধার, চোরাচালান, অবৈধ চাইনা জাল মজুদ ও পরিবেশ বিধ্বংসী সামগ্রীর বিরুদ্ধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।