কেন্দুয়ায় যুবদল নেতাকে অপহরণের অভিযোগ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩৮) নিখোঁজ হওয়ার ২৪ দিন পর থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিখোঁজ শামীমের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে কেন্দুয়া থানায় এ মামলা করেন।

মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে কাঁচা রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন শামীম। এসময় তাকে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বাদীর অভিযোগেরভিত্তিতে আদালতের নির্দেশে কেন্দুয়া থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।