সিরাজগঞ্জে চাঁদাবাজ গ্রেপ্তার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় ইকোনমিক জোনে চাঁদাবাজির ঘটনায় মানিক ওরফে কালা মানিককে (৩৫) স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। তাকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ডিবি পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ওসি (ডিবি) একরামুল হোসাইন জানান, কালা মানিক গত সোমবার উল্লেখিত ইকোনমিক জোন এলাকায় ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ ঘটনায় স্থনীয়রা তাকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে। তিনি বেলকুচি উপজেলার চক বয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ১টি এমএম বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
