বাঁশখালীতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্বাস্থ্যই শক্তি, স্বপ্নেই গতি, সাহসেই সাফল্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জয়ীতা কর্ণার ও ভেনডিন মেশিন উদ্বোধন করেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম, একাডেমি সুপারভাইজার এয়ার মোহাম্মদ , যুব উন্নয়ন অফিসার মো. শওকতুজ্জামান, নাপোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রায়ছড়া প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।