মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় শরীয়তপুরের নিহত দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে পূর্ণ সামরিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। গতকাল মঙ্গলবার দুপুরের পর প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি এলাকার নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের কবরে ও পরে নারায়ণপুর এলাকার নিহত আরেক শিক্ষার্থী আয়মানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় নিহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও চর্তুথ শ্রেণির শিক্ষার্থী আয়মান। তাদের দুজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। এঘটনায় নিহত দুই শিক্ষার্থীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী। এসময় পরিবার দুটির পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দেওয়া হয় বাহিনী প্রধানের পক্ষ থেকে। বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে। আমাদের বাহিনীর কেউ মারা গেলে তাদের পরিবারের পাশে যেভাবে আমাদের বাহিনী থাকে ঠিক একইভাবে এই ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারের পাশে আমরা আছি এবং সব সময় থাকবো।