হাজীগঞ্জে তিন ডাকাত গ্রেপ্তার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে এসকিউ ক্যাবলের গোডাউনে ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার)। এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগী এলাকার মৃত ছাত্তার হাওলাদারের ছেলে মো. সাহাব উদ্দিন ওরফে সাবু, একই থানার কালাই কিশোর এলাকার গোলাপ খানের ছেলে জামাল খান ও দিনাজপুর জেলার বিরল থানার কাজীপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে রতন ওরফে কালু। পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পূর্ব বাজারে গত ১৬ জুন রাতে এসকিউ ক্যাবলের গোডাউনে থাকা সংরক্ষিত বৈদ্যুতিক ক্যাবল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ১৮ জুন প্রতিষ্ঠানের ম্যানেজার হারুনুর রশিদ হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যদের আসামি করে মামলা করে।
পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২৮ জুলাই বগুড়া সদর থানার মহাস্থানগড় এলাকা থেকে আসামি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। তার হেফাজতে থাকা ডাকাতি মামলার ঘটনায় ব্যবহৃত দুইটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার) উদ্ধার করে।
সাহাবুদ্দিনের দেওয়া তথ্যে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে আসামি রতন ও জামাল খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, আসামিরা আন্তঃবিভাগীয় ডাকাত দলের সদস্য।
