নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ড. গৌতম কুমার রায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তি এবং জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ। অতিথিরা লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
