‘আরিচায় পদ্মা সেতু করার স্বপ্ন দেখেছিলেন খালেদা জিয়া’
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল আরিচা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণ করা। তিনি চেয়েছিলেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩৬টি জেলার প্রবেশদ্বার এই আরিচা-পাটুরিয়া পয়েন্টে সেতু নির্মাণ করে এই অঞ্চলে শিল্প বিপ্লব ঘটাবেন।
তিনি অভিযোগ করে বলেন, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার এই ঘোষণার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার ওই পরিকল্পনা বাস্তবায়ন করেনি। গতকাল শুক্রবার সকালে মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে তার বাবা, সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুনার রশিদ খান মুন্নুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। রিতা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে আরিচা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের এই বহুল প্রতীক্ষিত গণদাবিটি ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি তার বাবার স্মৃতিচারণ করে বলেন, তার বাবা মানুষের কর্মসংস্থান, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। দেশ ও জনগণের কল্যাণে তিনি মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। রিতা জানান, তিনি তার বাবার স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, সকালে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বাদ আছর হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
