পঞ্চগড়ে শিবিরের ‘জুলাই দ্রোহ’

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

জুলাই হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের শাস্তি এবং ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গতকাল শনিবার সংগঠনটির ব্যানারে শহরের ব্যারিস্টার বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেয় জেলা ও উপজেলা পর্যায়ের শত শত শিবির নেতাকর্মী। তারা ব্যানার, ফেস্টুন এবং পোস্টার নিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়।

মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবুল বাশার বসুনিয়া, কেন্দ্রীয় নেতা তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, শহিদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম এবং পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলাম। বক্তারা বলেন, এক বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত জুলাই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। বিচার তো দূরের কথা, প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করেও সরকার নিশ্চুপ।