নাটোর চিনিকলে দুর্র্ধর্ষ ডাকাতি কোটি টাকার মালামাল লুট

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নিরাপত্তারক্ষীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের ভিতরে বিয়ারিং, মিল হাউজ, ওয়ার্কসপ হাউজসহ বিভিন্ন রুম থেকে প্রায় ৯০ লাখ ৪ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় পুলিশ মিলের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন। শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলের কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফেরদৌসুল আলমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ র্কমদিবসের মধ্যে প্রতিবেদনটি জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান।

মিল কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার ভোরে একদল ডাকাত চিনিকলে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে মিলের ভিতরে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা কারখানার বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ, শ্যাফট, পাম্পের ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাপ পাইপ, স্টার ও রোটর ব্রাশ এবং তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এছাড়া ইলেক্ট্রিশিয়ানের আলমারি ভাঙচুর ও লুটপাট করা হয়। সব মিলিয়ে মিলের প্রায় ৯০ লাখ ৪ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌসুল আলম জানান, এই ঘটনায় আমাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা কাজ শুরু করেছি।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের বেঁধে অস্ত্রেরে মুখে জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এসময় কারখানার ভিতরে থাকা আসবাপত্র ও আলমারীসহ বিভিন্ন মালামাল তছনছ করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। মিলের অভ্যন্তরীণ লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত দুটি বিষয়ের উপর তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে মিলের কয়েকজন নিরাপত্তা কর্মীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।