মানিকগঞ্জে নৌকা বাইচ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

আগামী ২৩ আগস্ট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। জেলার বেউথা ঘাটে কালীগঙ্গা নদীর বুকে অনুষ্ঠিত হবে এই জমকালো প্রতিযোগিতা। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচকে সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এই সভার সভাপতিত্ব করেন। তার দিকনির্দেশনায় গঠিত হয়েছে শক্তিশালী কমিটি এবং উপকমিটি, যা এই বৃহৎ আয়োজনকে সফল করতে কাজ করবে। নৌকা বাইচে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে একটি হোন্ডা মোটরসাইকেল দেওয়া হবে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রিজ, টেলিভিশন, ট্রফি এবং সনদপত্র দেওয়া হবে। প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।