ভেড়ামারায় বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় বিদ্যুৎস্পর্শে ছেলে বিপ্লব সরদারকে বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুন (৫৫) মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার চাঁদগ্রাম চাঁদগ্রাম ইউনিয়নে ২ নম্বর ওয়াডে ব্র্যাক অফিসের পাশে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব সরদার (৩৫) ২নং ওয়ার্ড চাঁদগ্রামের হাবিল সদ্দারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যয় গত শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিযে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। মাঠে চাষবাস সেরে পাওয়ার টিলার নিয়ে বিকালে বাড়িতে আসছিল।

বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মের তার ছিরে পাওয়ার টিলারের সঙ্গে পেচিয়ে যায়। পাওয়ার টিলার চালক বিপ্লব চিৎকার করতে থাকলে ফার্মের ভেতর থেকে তার মা জোসনা খাতুন ছুটে আসে। ছেলেকে মা বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে মারা যায়।