সার্কেল নওগাঁর আয়োজনে ফিরে দেখা জুলাই

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

জুলাইয়ের যোদ্ধারা, আমরা তোমাদের ভুলে যেতে দেবো না- এই প্রতিপাদকে সার্কেল নওগাঁর আয়োজনে ফিরে দেখা জুলাই অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী। গত শনিবার সদর উপজেলা অডিটরিয়ামে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এর আগে সকাল ১০টা থেকে নওগাঁ ড্যাফোডিল স্কুলে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশগ্রহণ করে ১৯টি দল এবং চিত্রাংকনে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। সার্কেল নওগাঁর সভাপতি জোবায়ের বিন কাফীর সভাপতিতে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, তানজিম বারী, সার্কেল নওগাঁর সাধারণ সম্পাদক মোহতাসিম কবির সাদিক প্রমুখ।