তিতাসে অভিভাবক সমাবেশ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের অভিভাবক সমাবেশ গতকাল রোববার বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আগামী এসএসসি পরীক্ষার প্রস্তুতি স্বরূপ এই সমাবেশ থেকে শিক্ষার্থীদের করণীয় উপর বিশেষ দিক-নিদের্শনা দেওয়া হয়।

বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার প্রমুখ।