নীলফামারীতে বিএনপির বিজয় র‌্যালি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্বপ্না আক্তার, নীলফামারী

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয়ের স্মরণে নীলফামারীতে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রধান অতিথি ছিলেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সাবেক সংসদ সদস্য, নীলফামারী-১ ও সাবেক সভাপতি, জেলা বিএনপি, নীলফামারী। সভাপতিত্ব করেন- মীর সেলিম ফারুক, আহ্বায়ক, জেলা বিএনপি, নীলফামারী।

সঞ্চালনায় ছিলেন এএইচএম সাইফুল্লাহ রুবেল সদস্য সচিব, জেলা বিএনপি, নীলফামারী। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,

৫ আগস্ট হলো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান এক নতুন ইতিহাস রচনা করেছিল। আজকের বিজয় র‌্যালি সেই ঐতিহাসিক আন্দোলনের স্মারক। বিএনপি জনগণের দল, এই দেশের মানুষই আমাদের মূল শক্তি।