আড়িয়ল বিল সুরক্ষায় প্রশাসনের তৎপরতায় মাটি লুট কমছে

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

আড়িয়ল বিল সুরক্ষায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন অভিযান ও তৎপরতা অব্যাহত রেখেছে। আড়িয়ল বিলের বিভিন্ন কৃষি জমির উর্বর মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে চলছে ব্যাপক মোবাইল কোর্ট। এরইমধ্যে বিস্তীর্ণ আড়িয়ল বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ও বিপুল সংখ্যক পাইপ নষ্ট করা হয়। এতে বিগত দিনের চাইতে কমছে মাটি লুটের চিত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের নির্দেশনায় আড়িয়ল বিলে দুই দফা অভিযান চালিয়ে মাটি ভর্তি বেশকিছু ট্রলার ও বাল্কহেড আটক করা হয়। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।

এতে অনেকটাই রোধ করা সম্ভব হচ্ছে মাটি লুটের অপতৎপরতা। সূত্রমতে জানা গেছে, ২০২৪ সালের ২৬ জুন থেকে ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অংশে আড়িয়ল বিল এলাকায় মোট অভিযান চালানো হয় ৬ বার। মোট মামলা দায়ের করা হয় ১৬টি।

এসব অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ১০টি ও ৭০টি পাইপ উচ্ছেদ করা হয়। ৬টি মাটির ট্রলার ও ১টি বাল্কহেড আটক করা হয়। ১০ জন অপরাধীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানের পাশাপাশি জরিমানার মোট সাড়ে ১১ লাখ ৪০০ টাকা আদায় করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী শ্যমল ও মাসুম জানান, সংশ্লিষ্ট প্রশাসন গত ২৫ জুলাই দিনব্যাপী আড়িয়ল বিল বড় অভিযান পরিচালনা করে। এদিন মাটি ভর্তি ৪টি ট্রলার আটক করা হয়। পরে মোবাইল কোর্টের বিচারক ৪ জনকে ৩০ দিন করে ও ৪ জনকে কারাদণ্ড প্রদান করেন এবং ৪ লাখ ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন জানান, জেল জরিমানার ভয়ে আড়িয়ল বিলে মাটি কাটা থেকে বিরত রয়েছে মাটি খেকোরা। আড়িয়ল বিলের কৃষি জমির মাটি কাটা ও বিক্রি ঠেকাতে সংশ্লিষ্ট প্রশাসনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। এলাকাবাসী আড়িয়ল বিলের কৃষি জমির মাটি কাটা বন্ধে স্থানীয় প্রশাসনের এমন ভূমিকা অব্যাহত থাকবে এমনটা প্রত্যাশা করে।