মানিকগঞ্জে নৌকাবাইচ নিয়ে মতবিনিময়

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আসন্ন ঐতিহ্যবাহী নৌকাবাইচ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শহরের কালী গঙ্গা নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা তার বক্তব্যে বলেন, নৌকাবাইচ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী এবং পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াসউদ্দিন।