সোনাগাজীতে জাল বিতরণ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে বন্যাপরবর্তী ক্ষতিগ্রস্ত জেলে সম্প্রদায়ের আত্মণ্ডকর্মসংস্থানের লক্ষ্যে সোস্যাল এইড এর অর্থায়নে নৌকা ও জাল বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকালে নবাবপুর বন্দরমার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
সোস্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, সোস্যাল এইড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল আকতার, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের বন্দর মার্কেট এলাকায় ৩১ জেলে পরিবারকে নৌকা ও জাল বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ১৫ জন জেলে পরিবারকে নৌকা এবং জাল দেওয়া হয়েছে।
