শ্যামনগরে বেড়িবাঁধ থেকে অবৈধ পাইপ উচ্ছেদ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্যামনগর ও সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূল রক্ষা বেড়িবাঁধ ছিদ্র করে বসানো অবৈধ ‘নাইন্টি পাইপ’ উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ও প্রশাসন। দীর্ঘদিন ধরে বাঁধের ভেতর দিয়ে এ পাইপগুলো ব্যবহার করে চিংড়ি ঘের মালিকরা ঘেরে পানি তুলে আসছিলেন, যা বাঁধের স্থায়িত্বের জন্য হুমকিস্বরূপ মনে করেন (পাউবো)।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার উচ্ছেদ অভিযান শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার সকাল থেকে শ্যামনগরের ৫ নম্বর পোল্ডারের অন্তর্গত আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের এসব অবৈধ পাইপ অপসারণের কাজ শুরু করা হয়েছে।
শ্যামনগর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এ উদ্যোগ নেয়। উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
