ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা বাস্তবায়নের কার্যক্রম দ্রুত শুরু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া সাধারন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী ফাহিম মুনতাসীরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট এডহক কমিটির সদস্য শাহ আলম পালোয়ান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তিষা রানী পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী কাজী রায়হানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, ডিও লেটার প্রদান ও বিগত সরকারের আমলে ঘোষণার পরও মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় জেলার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
