নেত্রকোনায় ছাদ ধসে তিন শ্রমিক নিহত

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কৃষি কর্পোরেশনের সেচের পুরাতন একটি ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে শহরের নাগরা এলাকায় বিএডিসি সেচ ভবনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আবদুস সালাম (৪০), সদর উপজেলার মৌগাতি গ্রামের আবদুল হান্নান (৪২) ও দক্ষিণ বিশিউড়া পলাশহাটি গ্রামের দিপু মিয়া (৪০)।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএডিসি সেচ ভবনের পুরাতন একটি বিল্ডিং ভাঙতে গিয়ে হঠাৎ ধসে ঘটনাস্থলে শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (সেচ) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান বলেন, কৃষি উন্নয়ন কর্পোরেশন এর দীর্ঘদিনের পরিত্যক্ত তিনটি বিল্ডিং মার্চ-২০২৫ এ নিলাম হয় আল মোবারক ঠিকাদার হিসেবে বিল্ডিংগুলো নিলামে নেন। দিনগুলো ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।