সোনাগাজী বিএনপির সদস্য ফরম সংগ্রহ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. শামিমের কাছ থেকে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির জন্য প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করেছেন আহ্বায়ক কমিটির নেতারা। গতকাল বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম গ্রহণ করা হয়। ফরম সংগ্রহ করেন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা ও বিএনপি নেতা আলমগীর হোসেন এবং পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন। জানা গেছে, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির বাস্তবায়নের জন্য সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির নেতদের মাঝে কেন্দ্রীয় দপ্তর থেকে এ ফরম বিতরণ করা হয়।