মানিকগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নতুন কমিটি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আতাউর রহমান আতাকে সভাপতি এবং মনিরুল ইসলাম পলাশকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার সকালে মানিকগঞ্জের জয়রা এলাকার ৩৩/৩ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাংবাদিক দেওয়ান আবুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম (সাত্তার)। তিনি বলেন, মানবাধিকার নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই নতুন কমিটি মানিকগঞ্জের মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।