সরাইলে যানজটে আটকে থাকা গাড়িতে ডাকাতি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিদি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার ভোরে সরাইলের শাহবাজপুর ব্রিজের কাছে। ডাকাতের কবলে পড়া একটি মাইক্রোবাসে থাকা এমএইচসি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রুবেল আরিফ জানান, কয়েক বন্ধু নিয়ে তারা সিলেটে বেড়াতে যাচ্ছিলেন।

শাহবাজপুর এলাকায় যানজটে আটকা পড়লে রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে তাদের মাইক্রোবাস ও পাশের আরেকটি মাইক্রোবাসে হামলা চালায়।

ডাকাতরা তাদের গাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, ৫টি দামি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে। পাশের মাইক্রোবাস থেকেও তারা লক্ষাধিক টাকা ও ৩-৪টি মোবাইল ফোন নিয়ে যায়। রুবেল আরিফ আরও জানান, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই সরাইল থানার একটি পুলিশ টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।